About Us



🧾 About Us – Likhon IT




Likhon IT একটি তথ্যপ্রযুক্তি ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা আধুনিক ডিজিটাল বিশ্বের বিভিন্ন সেবা ও জ্ঞান ভাগাভাগি করি। আমাদের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও অনলাইন ক্যারিয়ারে দক্ষ করে তোলা।




আমরা বিভিন্ন আইটি ও ডিজিটাল সার্ভিস প্রদান করে থাকি, যেমনঃ

💡 ডিজিটাল মার্কেটিং

🎨 গ্রাফিক্স ডিজাইন

📺 ইউটিউব মার্কেটিং

📱 ফেসবুক মার্কেটিং

🌐 সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)

✍️ কনটেন্ট রাইটিং




আমাদের লক্ষ্য হলো মানুষকে অনলাইন জগতে সফল হতে সহায়তা করা এবং তাদের ডিজিটাল আইডেন্টিটি গড়ে তুলতে সঠিক দিকনির্দেশনা দেওয়া।




Likhon IT সবসময় বিশ্বাস করে—




“জ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যতের আসল শক্তি।”




তাই আমরা নিয়মিতভাবে কাজ করি আমাদের ক্লায়েন্ট ও শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের সেবা, ট্রেনিং এবং টিপস প্রদান করতে, যাতে তারা অনলাইন জগতে আত্মনির্ভর হতে পারে।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লিখন আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url